আন্তর্জাতিক, এশিয়া

উত্তর কোরিয়া ছাড়লেন ব্রিটিশ কূটনীতিকরা, দূতাবাস বন্ধ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৮শে মে ২০২০ ০৯:০০:০৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অজ্ঞাত কারণে উত্তর কোরিয়ায় অবস্থিত ব্রিটিশ দূতাবাসকর্মীরা দেশটি ত্যাগ করেছেন।সেই সঙ্গে ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে।

কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, উত্তর কোরিয়ায় ব্রিটিশ দূতাবাস বন্ধ হয়ে গেছে এবং এর কূটনীতিকরা পিয়ংইয়ং ত্যাগ করছেন। উত্তর কোরিয়ার একটি সূত্র জানিয়েছে, ব্রিটিশ কূটনীতিকরা স্থল সীমান্ত দিয়ে চীনে প্রবেশ করেছেন।

ঠিক কি কারণে ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে তা জানা যায়নি। তবে কোনো কোনো সূত্র জানিয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর জন্য উত্তর কোরিয়া সরকার যেসব কঠোর ব্যবস্থা নিয়েছে তার আওতায় ব্রিটিশ দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে।  

উত্তর কোরিয়ায় ব্রিটিশ দূতাবাস কেন বন্ধ করে দেয়া হয়েছে সে সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি।

এর আগে একটি কূটনৈতিক সূত্র জানিয়েছিল, করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় পিয়ংইয়ংয়ে জার্মানি ও ফ্রান্সের দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছে এবং ওই দুই দেশের কূটনীতিকরা উত্তর কোরিয়া ত্যাগ করেছেন।#

আরও পড়ুন