জাতীয়

অঞ্চলভিত্তিক লকডাউনের বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শনিবার ৬ই জুন ২০২০ ০৬:০৯:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনার ঝুঁকি বিবেচনায় দেশজুড়ে এলাকাভিত্তিক লকডাউনের বিষয়টি প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

একইসঙ্গে সাধারণ ছুটির বিষয়টিও নির্ভর করছে অঞ্চলভিত্তিক ভাগ করার ওপর। শনিবার (৬ জুন) ডিবিসি নিউজকে টেলিফোনে এসব তথ্য জানিয়েছেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

করোনাভাইরাস সংক্রমণের মাত্রা বিবেচনা করে রাজধানীসহ সারাদেশকে তিনটি জোন- রেড, ইয়েলো এবং গ্রিন এই তিনটি জোনে ভাগ করার উদ্যোগ করেছে সরকার। গেল দুই সপ্তাহে দেশে আশঙ্কাজনক হারে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।

সংক্রমণের হার বাড়লেও সরকার আপাতত সাধারণ ছুটির সিদ্ধান্তে ফিরছে না বলেও জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। রবিবার থেকেই করোনা অঞ্চলে ভাগ করার কাজ শুরু হবে বলেও জানান ফরহাদ হোসেন।

আরও পড়ুন