আন্তর্জাতিক, আমেরিকা

অনলাইনে ক্লাস করলে বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠাবে যুক্তরাষ্ট্র

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই জুলাই ২০২০ ০২:০৮:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় পুরোপুরি অনলাইনভিত্তিক ক্লাস চালু করতে যাচ্ছে তাদের বিদেশি শিক্ষার্থীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাবে দেশটি।

সোমবার দেশটির ইমিগ্রেশন এবং কাস্টমস প্রয়োগকারী সংস্থা এই ঘোষণা দিয়েছে। সংস্থাটি জানায় যেসব বিদেশি শিক্ষার্থী শুধুমাত্র অনলাইনে ক্লাস করবে তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে। এছাড়া অনলাইনভিত্তিক কোর্স করতে নতুন বিদেশি শিক্ষার্থীদের ভিসা দেয়া হবে না। অনলাইনের পাশাপাশি সরাসরি ক্লাস নেয়া বিশ্ববিদ্যালয়গুলো এর আওতামুক্ত থাকবে।

এছাড়া যারা প্রশিক্ষণ এবং অপ্রাতিষ্ঠানিক ও কারিগরি শিক্ষা নিতে দেশটিতে গিয়েছিলেন, তাদের ওপর এর প্রভাব পড়বে করোনার কারণে দেশটির বেশিরভাগ বিশ্ববিদ্যালয় দীর্ঘমেয়াদে অনলাইনে ক্লাস নেয়ার প্রস্তুতি শুরু করেছে।

আরও পড়ুন