আন্তর্জাতিক, বিনোদন, আমেরিকা, অন্যান্য

অভিভাবকত্ব থেকে সরে দাঁড়ালের ব্রিটনি স্পিয়ার্সের বাবা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ১৩ই আগস্ট ২০২১ ০৬:২৮:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দীর্ঘ আইনি লড়াইয়ের পর পপ তারকা ব্রিটনি স্পিয়ার্সের বাবা তার অভিভাবকত্ব বা কনজারভেটরশিপ থেকে সরে দাঁড়াতে সম্মত হয়েছেন।

একে ব্রিটনির জন্য বড় ধরনের বিজয় ও ন্যায়বিচারের পথে আরো এক ধাপ এগোনো বলছেন তার আইনজীবী। তবে ব্রিটনির বাবার জেমি স্পিয়ার্সের আইনজীবী জোর দিয়ে বলেছেন তার বাবার তত্বাবধায়কের দায়িত্ব ছেড়ে সরে দাঁড়ানোর মত কোন কারণ নেই।

এছাড়া কনজারভেটরশিপ বা অভিভাবকত্ব কবে ছাড়বেন তার নির্দিষ্ট কোন সময় এখনো দেননি তিনি। ১৩ বছর ধরে পপ তারকার ব্যক্তিগত জীবনের ওপর রক্ষণশীল নিয়ন্ত্রণ করে আসছে তার বাবা।

গত জুলাইতে তার সম্পত্তির নিয়ন্ত্রণ বাবার হাত থেকে বন্ধ করতে পিটিশন দায়ের করেন ব্রিটনি। বাবা এই দায়িত্বে বহাল থাকলে ব্রিটনি আর পারফর্ম করবেন না বলেও জানান। 

প্রসঙ্গত, ২০০৮ সালে ব্রিটনির ব্যক্তিগত ও ব্যবসায়িক বিষয় নিয়ন্ত্রণের অধিকার পান বাবা জেমি স্পিয়ার্স। হাসপাতালে ভর্তি ও মানসিক স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আদালত এ নির্দেশ দিয়েছিল।

আরও পড়ুন