আন্তর্জাতিক, এশিয়া

অর্থনীতিতে ইরানের নতুন চমক

আবু বকর

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই মে ২০২২ ০৩:৪৯:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতির দেশগুলোর তালিকায় উঠে এসেছে মধ্যপ্রাচ্যর দেশ ইরান। আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফের বৃহৎ অর্থনীতির দেশের সর্বশেষ তালিকায় ২০ নম্বরে উঠে এসেছে দেশটির নাম।

নানা কারণে ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি আছে। কিন্তু এরই মধ্যে দেশটির অর্থনৈতিক অবস্থা বিশ্বে প্রথম সারির দেশগুলোর মধ্যে উঠে এসেছে।

২০২১ সালে ইরানের মানুষের ক্রয়ক্ষমতা সমন্বয়ের মাধ্যমে মাথাপিছু মোট দেশজ উৎপাদনের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সর্বশেষ এ তালিকা করেছে।

আইএমএফের হিসাব অনুযায়ী, ২০২১ সালে ইরানের জিডিপি ছিল ১ লাখ ৪৩ হাজার ৬শ' কোটি মার্কিন ডলার। সংস্থাটির অনুমান, ২০২২ সালে ইরানের জিডিপির আকার বেড়ে ১ লাখ ৫৭ হাজার ৩শ' কোটি ডলারে দাঁড়াবে।

অর্থনীতির আকার বিচারে পোল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া, আর্জেন্টিনার মতো দেশের চেয়েও ইরান এখন এগিয়ে। পিপিপির ভিত্তিতে ২০২১ সালে বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি ছিল চীন।

আরও পড়ুন