আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ঝড়-বৃষ্টিপাত হলেও জ্বলছে দাবানলের আগুন

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

সোমবার ২০শে জানুয়ারী ২০২০ ০৭:০৪:১৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলের কিছু জায়গায় ঝড় ও ভারি বৃষ্টিতে স্বস্তি আসলেও দাবানলের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি।

নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া ও কুইন্সল্যান্ড রাজ্যে ভারি বৃষ্টিপাত হচ্ছে। তবে, এর মাঝেও দেশটির বিভিন্ন অঞ্চলে ৮০টিরও বেশি আগুন জ্বলছে। এসব আগুন আগামী এপ্রিল পর্যন্ত থাকতে পারে বলে আশঙ্কা করছে সরকারি সংস্থাগুলো। দাবানলে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণে আনতে লাগতে পারে কয়েকমাস। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিডনি এবং ব্রিসবেনেও ঝড় হতে পারে।

গত সেপ্টেম্বর থেকে চলা দাবানলের আগুনে দেশটিতে মারা গেছে ৩০ জন, ধ্বংস হয়েছে দুই হাজারের বেশি বাড়ি, নষ্ট হয়েছে এক কোটি হেক্টর জমি।

আরও পড়ুন