আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া

অস্ত্র নিয়ন্ত্রণে একমত যুক্তরাষ্ট্র চীন

Faruque

ডিবিসি নিউজ

বুধবার ১৭ই নভেম্বর ২০২১ ১০:০৪:৩০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা করতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। মঙ্গলবার প্রথমবারের মত দুই দেশের ভার্চুয়াল বৈঠকে অস্ত্র নিয়ন্ত্রণে একসাথে কাজ করতে সম্মত হন বলে জানিয়েছেন মার্কিন জাতিয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান । 

মঙ্গলবার ব্রুকংস ইন্সটিউশন ওয়েবিনারে সুলিভান বলেন চীনের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র বিষয়ে উদ্বেগের মুখে আলোচনা করতে সম্মত হয়েছে দুই দেশ। যুক্তরাষ্ট্র আগে থেকেই চীন ও রাশিয়াকে নতুন অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে যোগ দেয়ার আহ্বান জানিয়ে আসছে। এদিকে তাইওয়ানের স্বাধীনতার হস্তক্ষেপ করলে নির্ধারিত ব্যবস্থা নেয়ার হুশিয়ারি দিয়েছে চীন। বিপরীতে বাইডেন বলেন, তাইওয়ানের স্বাধীনতার বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন নয়। তবে তাইওয়ানের আইনকে সমর্থন করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন