বাংলাদেশ, জাতীয়, রাজধানী

আগস্টে চালু হতে পারে ভারতের সাথে এয়ার বাবল

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে জুলাই ২০২১ ০৯:১৬:১২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগস্ট মাসের মধ্যে ভারতের সাথে এয়ার বাবল চালুর ব্যাপারে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন।

তবে স্থল সীমান্ত খোলার সিদ্ধান্ত ৫ই আগস্টের পরে। দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে ভারতের সাথে নিয়মিত ফ্লাইট। এর ফলে জটিল রোগে আক্রান্ত বাংলাদেশি রোগী যারা ভারতে নিয়মিত চিকিৎসা নেন, তারা পড়েছেন সংকটে। 

করোনাভাইরাস সংক্রমন ভারতে কিছুটা কমে আসায় আবারও দু্ই দেশের মধ্যে এয়ার বাবল চালুর পরিকল্পনা হচ্ছে বলে জানান পররাষ্ট্র সচিব। 

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, 'যেহেতু ভারতে করোনা কমে আসছে সেহেতু আমরা মনে করছি আমাদের কিছুটা সিথিল করতে পারি আমরা। সেজন্য আমরা হয় তো সীমিত আকারে প্রস্তাব রেখেছি। যে এই এয়ার বাবলটা আবার শুরু করা যায় কিনা। সিদ্ধান্তটা নিলে এটার বাস্তবায়ন হতেও সময় লাগবে। সুতরাং আগষ্টের কোন এক সুবিধাজনক সময়ে এটা শুরু করার ব্যাপারে আশা রাখি।'

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আরও বলেন, 'টিকার প্রাপ্যতা বাড়ায় রোহিঙ্গা ক্যাম্পেও টিকা কার্যক্রম শিগগিরই শুরু হবে। এ ব্যাপারে কথা হয়েছে। ৫৫ এর উর্ধে যাদের বয়স তাদের দিয়ে প্রথমে করোনা টিকা দেয়ার কাজ শুরু হবে। আস্তে আস্তে এটাকে নামিয়ে আনবে।'

বিভিন্ন দেশে বাংলাদেশের ছাত্ররা ভিসা সংক্রান্ত যে জটিলতায় পড়েছেন, তা দূর করতে মন্ত্রণালয় কাজ করছে বলে জানান মাসুদ বিন মোমেন। 

আরও পড়ুন