আন্তর্জাতিক, প্রবাস

আগামী বছর থেকে আমিরাতে সপ্তাহে কর্মদিবস সাড়ে চার দিন

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৭ই ডিসেম্বর ২০২১ ০৮:৫৬:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আগামী বছর থেকে সাপ্তাহিক কর্মদিবস সাড়ে চার দিন ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি।

মঙ্গলবার দেশটির সরকার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।

দেশটিতে এখন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। আসছে পহেলা জানুয়ারি থেকে সাপ্তাহিক ছুটি শুরু হবে শুক্রবার দুপুরে।  

বিবৃতিতে বলা হয়েছে, আমিরাতে সরকারি কর্মীরা সোমবার থেকে বৃহস্পতিবার দৈনিক আট ঘণ্টা অফিস করবেন। তবে শুক্রবার কাজ করতে হবে মাত্র সাড়ে চার ঘণ্টা। জুমার নামাজের দিনটিতে তারা বাসায় থেকে নাকি অফিসে গিয়ে কাজ করবেন, তা নিজেরাই নির্ধারণ করবেন। সরকারি প্রতিষ্ঠানের জন্য নতুন কর্ম সপ্তাহ অনুসারে শুক্রবার কর্মদিবস শেষ হবে দুপুর ১২টায়, জুমার খুতবা ও নামাজের আগে। সাপ্তাহিক ছুটি শনি ও রবিবার ঘোষণাকে আন্তর্জাতিক বাজারের সাথে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করার পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরও পড়ুন