জাতীয়, বিশেষ প্রতিবেদন

আগাম গোয়েন্দা তথ্য না থাকা পুলিশের ব্যর্থতা: শহীদুল হক

আবু বকর

ডিবিসি নিউজ

সোমবার ১৮ই অক্টোবর ২০২১ ০৯:০৬:১৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লায় পূজা মন্ডপে হামলার ঘটনায় আগে থেকে গোয়েন্দা তথ্য না পাওয়া পুলিশের ব্যর্থতা বলে মনে করছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

এদিকে আরেক সাবেক মহাপরির্দশক মোহাম্মদ নুরুল হুদা একে সরাসরি ব্যর্থতা হিসেবে না দেখলেও বলছেন, পুলিশের আরও সতর্ক থাকা দরকার ছিল।

কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে দেশের বেশ কয়েক জায়গায় পূজা মন্ডপে হামলার ঘটনা ঘটে। এসব সহিংসতায় হতাহত হন বেশ কয়েকজন। ভাংচুর করা হয় হিন্দুদের বাড়িঘর।

পূজা মন্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হলেও এমন নাশকতার বিষয়ে আগে ধারণা করতে পারেনি সরকার, সরকারের আরও বেশি সতর্ক থাকা উচিত ছিল, এমন কথা বলেছেন ওবায়দুল কাদেরও।

এমন নাশকতার আগাম গোয়েন্দা তথ্য না থাকা পুলিশের ব্যর্থতা উল্লেখ করে সাবেক পুলিশ প্রধান এ কে এম শহীদুল হক বলেন, 'কুমিল্লায় নাশকতার কোন আশঙ্কা ছিলনা বলেই প্রথমে বলা হয়েছিল। ব্যক্তি পর্যায়ে ঘরে বসে নাশকতা করার পরিকল্পনা করায় তারা বুঝতে পারেনি, এখানে ব্যর্থ হয়েছি। যেভাবে মনোযোগ দেয়ার দরকার ছিল, সেভাবে দেয়া হয়নি, ঘাটতি ছিল।'

তিনি আরও বলেন, 'গোয়েন্দা সংস্থা, আইনশৃঙ্খলা বিভাগের সকলকে তাদের অর্জিত অভিজ্ঞতার আলোকে এই ধরনের সমস্যার প্রতি আগে থেকেই সজাগ দৃষ্টি রেখে কাজ করতে হবে।'

তবে সরাসরি গোয়েন্দা ব্যর্থতা মনে করছেন না আরেক সাবেক পুলিশ প্রধান মো. নুরুল হুদা। তিনি বলেন, 'এটাকে গোয়েন্দা ব্যর্থতা বলে আমি মনে করিনা। একটা সমস্যা তো হয়েই গেছে, সেখানে আগেই কোরআন শরীফ রাখা হয়েছে। একটা নির্দিষ্ট চক্র এই কাজ করেছে বলেই আমার মনে হয়, এরকম ঘটনা আগে থেকে বুঝে ওঠা খুবই কঠিন।'

এমন সব পরিস্থিতি ঠেকাতে পুলিশকে আরও সতর্ক হয়ে আগাম পদক্ষেপ নেয়ার আহ্বান সাবেক এই দুই পুলিশ প্রধানের।

আরও পড়ুন