জাতীয়

আজ বিশ্ব মান দিবস

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ১২:১৩:৩১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ বিশ্ব মান দিবস। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। এ বছর ৫০তম বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য 'ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধন'।

আজ বিশ্ব মান দিবস। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়। এ বছর ৫০তম বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য 'ভিডিও মান বৈশ্বিক সম্প্রীতির বন্ধন'। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে।

এ উপলক্ষে সকালে বিএসটিআইয়ের প্রধান কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বিএসটিআইয়ের মহাপরিচালক মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা তেজগাঁও এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এছাড়া, বিভিন্ন কর্মসূচি পালন করছে সংস্থাটি। প্রধান কার্যালয় ছাড়াও দেশব্যাপী আঞ্চলিক কার্যালয়গুলোতেও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সংস্থার মহাপরিচালক বলেছেন, আন্তর্জাতিক মান অনুসরণের মাধ্যমেই উৎপাদিত পণ্য ও সেবা নিশ্চিত করা হচ্ছে।

আরও পড়ুন