হলিউড

আজ মার্কিন নাট্যকার আর্থার মিলারের ১০৫তম জন্মদিন

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ১৭ই অক্টোবর ২০২০ ০৭:৫৬:১১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ মার্কিন নাট্যকার, প্রবন্ধকার ও লেখক আর্থার আশার মিলারের ১০৫তম জন্মদিন।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম নেয়া এই নাট্যকার ছাত্রজীবনেই নাটক লিখে পেয়ে যান বেশ কয়েকটি পুরস্কার। পরে বেতার নাটক লেখা শুরু করেন। ১৯৪৬ সালে তিনি লেখেন ইহুদী বিরোধী মতবাদ নিয়ে অন্যতম নাটক 'ফোকাস'। এরপর ১৯৪৭ সালে লেখেন 'অল মাই সন্স'। ১৯৪৯ সালে 'ডেথ অব আ সেলসম্যান' লেখার জন্য লাভ করেন পুলিৎজার, টনি অ্যাওয়ার্ড ও নিউ ইয়র্কের নাটক সমালোচনা সমিতির পুরস্কার। নাটক ও প্রবন্ধ লেখার জন্য অর্জন করেন সেন্ট লুইস লিটারেরি অ্যাওয়ার্ড, প্রিন্স অব অ্যাসচুরিয়াস অ্যাওয়ার্ড ও লিলিয়ান গিশসহ অসংখ্য পুরস্কার।

১৯৮০ সালে তিনি বিয়ে করেন মার্কিন অভিনেত্রী, মডেল ও গায়িকা মেরিলিন মনরোকে। ২০০৫ সালের ১০ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।

আরও পড়ুন