আন্তর্জাতিক, আমেরিকা, এশিয়া

আজ যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দলের বৈঠক

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ৬ই অক্টোবর ২০২১ ১১:১০:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গেল মাসে যুক্তরাষ্ট্রকে তাইওয়ান সমঝোতা মেনে চলার আশ্বাস দেয় চীন। তবে তা ভঙ্গ করেই সম্প্রতি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে সামরিক তৎপরতা চালাচ্ছে দেশটি।

স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউজে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, গেল ৯ই সেপ্টেম্বর তাইওয়ান ইস্যুতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার ফোনালাপ হয়। ৯০ মিনিটের ফোনকলে নিজেদের মধ্যে প্রতিযোগিতা এড়াতেও একমত হন তারা।

তবে চীনের জাতীয় দিবস উপলক্ষ্যে গেল শুক্রবার থেকে প্রায় দেড়শ সামরিক বিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে। চীনের সাম্প্রতিক তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র।

এদিকে, চলমান উত্তেজনার মধ্যেই আজ চীনের পররাষ্ট্র নীতি বিষয়ক উর্ধ্বতন উপদেষ্টা ইয়্যাং জিয়েচির সঙ্গে বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভানের বৈঠকের কথা রয়েছে।  এসময় তাইওয়ান ছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্য ইস্যুতে আলোচনা করবেন তারা।  

আরও পড়ুন