জাতীয়, আইন ও কানুন

আদালতে সিনহার বিরুদ্ধে বড় ভাইসহ তিনজনের জবানবন্দি

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই মে ২০২২ ০৮:২৭:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বড় ভাই নরেন্দ্র কুমার সিনহাসহ তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানিবন্দি দিয়েছে। তারা সিনহার বিরুদ্ধে উত্তরায় প্লট জালিয়াতির মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

সোমবার বিকেলে, ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ, মোহাম্মদ জসিম ও মেহেদী হাসানের পৃথক তিন আদালতে তারা এ জবানবন্দি দেন।

সাবেক দণ্ডপ্রাপ্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুদকের করা জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় ওই ৩জনই প্রধান সাক্ষী। জবানবন্দি শেষে তারা প্রত্যেকেই নিজ নিজ বাড়িতে চলে যান।

এর আগে, দুদক তাদের আদালতে নিয়ে আসলে নরেন্দ্র কুমার সিনহা ও তার দুই ভাতিজা জবানবন্দি দেয়ার কথা জানান। এ সময় ঢাকার সিএমএম কোর্টের পৃথক তিন আদালত ওই তিনজনের জবানবন্দি রেকর্ড করেন। দীর্ঘ দুই ঘন্টারও বেশী সময় ধরে তাদের জবানবন্দি গ্রহণ করেন পৃথক তিন আদালত।

রাজধানীর উত্তরাসহ বিভিন্ন স্থানে সাবেক দণ্ডপ্রাপ্ত প্রধান বিচারপতি এসকে সিনহার নামে প্রায় ৭ কোটি ১৪ লাখ টাকার অবৈধ সম্পদের সন্ধান পায় দুদক। পরে ২০২১সালের ৭ই অক্টোবর দুনীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

এস কে সিনহার বড় ভাইসহ তিনজনের  জবানবন্দি

আরও পড়ুন