আন্তর্জাতিক, আমেরিকা, ইউরোপ

আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস আজ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৬ই সেপ্টেম্বর ২০২১ ০৭:২৫:৫৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস আজ। প্রতি বছর ১৬ই সেপ্টেম্বর আন্তর্জাতিকভাবে দিনটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে এক বার্তা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস।  তিনি বলেন, ওজোন স্তরকে রক্ষা ও নিরাময়ের একটি প্রক্রিয়া হিসেবে যাত্রা শুরুর পর তিন দশক ধরে সফলভাবে কাজ করে আসছে মন্ট্রিল প্রটোকল। আর তাই ওজোন স্তর এখন পুনরুদ্ধারের পথে। কিগালি সংশোধন পুরো বাস্তবায়ন করা গেলে এ শতাব্দীতে ০.৪ ডিগ্রি সেলসিয়াস বৈশ্বিক উষ্ণতা রোধ হতে পারে।

এমনকি খাদ্য নিরাপত্তা বাড়াতে ও লাখো মানুষের জন্য কুলিং সেবার টেকসই সেবা আনতে পারে এই সংশোধন। এতে উন্নয়নশীল দেশগুলোতে খাদ্যের ক্ষতি হ্রাস হবে যেখানে খাদ্য বাজারে পৌঁছানোর আগে প্রায়ই নষ্ট হয়। কুলিং সম্প্রসারণের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা হল ওষুধ এবং ভ্যাকসিন সংরক্ষণ করা, যেমন এখন করোনা  মহামারি অবসানের জন্য প্রয়োজন।  

আরও পড়ুন