জেলার সংবাদ

আন্তর্জাতিক কাস্টমস দিবসে বাংলাদেশ-ভারত মিষ্টি বিনিময়

হিলি প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৬শে জানুয়ারী ২০২১ ০৫:১২:৪৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

দিনাজপুরের হিলিতে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ও ভারতের কাস্টমস কর্তৃপক্ষ একে অপরকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে। এসময় তারা বিজিবি ও বিএসএফকেও মিষ্টি উপহার দিয়েছেন।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় দু'দেশের কাস্টমস কর্তৃপক্ষ একে অপরকে মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান। হিলি স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার সাইদুল আলম ও ভারতের হিলি কাস্টমসের সহকারী কমিশনার এসকে প্রধান দু'দেশের কাস্টমসের পক্ষে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তারা দু’দেশের অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম গতিশীল করতে একমত পোষণ করেন।

পরে হিলি কাস্টমসের সভাকক্ষে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আরো গতিশীল ও রাজস্ব আহরণ বাড়াতে স্থানীয় আমদানিকারক, ব্যবসায়ী ও সুধীজনদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন