মহানগরী

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে বিতর্ক কর্মশালা ও পুরস্কার বিতরণ

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

রবিবার ২৬শে সেপ্টেম্বর ২০২১ ০৮:০৩:১৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

"তথ্য আমার অধিকার, জানা আছে কি সবার" প্রতিপাদ্যে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্য‌ে বরিশালে তথ্য অধিকার আইন বিষয়ক বিভাগীয় বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।

স্বেচ্ছাসেবী সংগঠন হলিডে স্কুল এর আয়োজনে এমআরডিআই এর আর্থিক সহযোগিতায় রবিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সার্কিট হাউজে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

"সংসদীয় বিতর্ক" শীর্ষক এই প্রতিযোগিতায় বরিশাল বিভাগের স্কুল ও কলেজ পর্যায়ে ৮টি করে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর অনলাইনে প্রথম রাউন্ড ও সেমিফাইনাল সম্পন্নের পর আজ সকালে ফাইনাল অনুষ্ঠিত হয়। যারমধ্য‌ে স্কুল পর্যায়ে মনপুরা এবং কলেজ পর্যায়ে সোপার্জিত স্বাধীনতা চ্যাম্পিয়ন হয়।

আয়োজকরা জানান, তথ্য জনার অধিকার সবার রয়েছে। এই অধিকার নিশ্চিতের জন্য যুব সমাজকে উদ্বুদ্ধ করতেই তাদের এই আয়োজন। প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ জসিমউদ্দিন হায়দার বিজয়ীদের মাঝে ক্র‌েস্ট ও সার্টিফিকেট তুলে দেন। এমআরডিআই'র নির্বাহী পরিচালক হাসিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলিডে স্কুলের সভাপতি তালহা তানভির।

আরও পড়ুন