আন্তর্জাতিক

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে পাকিস্তান

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৭শে জুলাই ২০২১ ১০:৫২:৩৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত আবারো খুলে দিয়েছে পাকিস্তান।

আফগানিস্তানে এই সীমান্ত অঞ্চলগুলো এখন তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে দেশটির শুল্ক বিভাগের কর্মকর্তারা। ব্যবসায়ীদের চাপে সীমানা খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছেন বলে জানান তারা।

সোমবার সীমানা দিয়ে দুই দেশের মধ্যে পণ্যবাহী ১শটির বেশি ট্রাক পাড়ি দিয়েছে। তবে পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছেন, আফগানিস্তানের পক্ষ থেকে পণ্য গুলো কারা গ্রহণ করছেন তা তাদের জানা নেই। আফগানিম্তানের পক্ষ থেকেও এ ব্যাপারে কোন মন্তব্য করা হয় নি।

তালেবানের কাছে নিজেদের ঘাঁটির দখল হারিয়ে দেশটির ৪৬ সেনা সদস্যের পাকিস্তানে আশ্রয় চাওয়ার কয়েক ঘন্টা পর সীমান্ত খুলে দেয়ার এই ঘোষণা আসে। তালবানের সহিংসতা বৃদ্ধির পর এ মাসের শুরুতে দেশটি আফগানিস্তানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়। তালবানকে সমর্থন জানানোর অভিযোগের পর কাবুলের সঙ্গে সাম্প্রতিক সময়ে দেশটির সম্পর্কের অবনতি হয়।

আরও পড়ুন