আন্তর্জাতিক, এশিয়া

আফগানিস্তানে প্রাথমিক বিদ্যালয়গুলিতে ফিরছে কিছু মেয়ে শিশু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১৯শে সেপ্টেম্বর ২০২১ ০৫:০৩:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আফগানিস্তানের প্রাথমিক স্কুলগুলোতে ফিরেছে কিছু মেয়ে শিক্ষার্থী। তবে মাধ্যমিক স্কুলে মেয়ে শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পারবে কি-না, তা এখনও অনিশ্চিত।

শনিবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন, মেয়েদের মাধ্যমিক স্কুল খোলার ব্যবস্থা নেয়া হয়েছে।

তবে কবে নাগাদ স্কুল খোলা হবে, তা জানাননি তিনি। আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাবার পর সব বন্ধ ছিল। কট্টর ইসলাম পন্থী গোষ্ঠীটি আবার ক্ষমতা নেয়ায় নারী শিক্ষার্থীদের পড়াশুনা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে।

যদিও তালেবান বলেছে, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তাদের যে  নীতি ছিল, তাতে ফিরবে না। মেয়েরা লেখাপড়া চালিয়ে যেতে পারলেও ছেলে এবং মেয়েদের একসাথে পড়তে দেয়া হবে না। নারী শিক্ষকরা মেয়ে শিক্ষার্থীদের পড়াবেন। 

আরও পড়ুন