আন্তর্জাতিক, আমেরিকা, আরব

আফগানিস্তান বিষয়ে আবারও বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তালেবান

Faruque

ডিবিসি নিউজ

বুধবার ২৪শে নভেম্বর ২০২১ ০৯:৩৪:৫৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আফগানিস্তানে সন্ত্রাসবাদ, মানবিক বিপর্যয়সহ নানা সংকট নিরসনে আগামী সপ্তাহে কাতারে আবারও বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তালেবান।

স্থানীয় সময় মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেন, আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি টম ওয়েস্টের নেতৃত্বে তালেবান সদস্যদের সাথে দুই সপ্তাহব্যাপী বৈঠক অনুষ্ঠিত হবে।  বৈঠকে দুই দেশের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ বিষয়ে আলোচনা হবে বলে জানান তিনি।  জঙ্গী গোষ্ঠী আইএস-আল কায়েদার বিরুদ্ধে সন্ত্রাসী অভিযান, মানবিক সহায়তা, বিপর্যস্ত অর্থনীতি পুনরুদ্ধার ও আফগানিস্তানে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরানোসহ গুরুত্বপূর্ণ আলোচনা হবে বৈঠকে।  এর আগে অক্টোবরে কাতারের দোহায় মার্কিন কূটনীতিক ও তালেবানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন