আমেরিকা

আফগান দোভাষীদের সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই জুলাই ২০২১ ১০:২৬:২৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর অভিযানের সময় সহায়তা দেয়া দোভাষীদের সরিয়ে নেবে যুক্তরাষ্ট্র। দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহার হলে তারা বিপদে পড়তে পারে বলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হোয়াইট হাউস জানায়, অপারেশন অ্যালাইজ রিফিউজি নামের প্রকল্পের মাধ্যমে দোভাষীদের সরিয়ে নেয়ার কাজ শুরু হবে চলতি মাসের শেষ সপ্তাহ থেকে। এর আগে ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তান দ্রুত দখলে নিচ্ছে তালেবান। বুধবার কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলার ওয়েশ শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে তালেবান। এরইমধ্যে আফগানিস্তানের আশি শতাংশ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে তালেবান।

এদিকে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে ভুল বলেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ।

আরও পড়ুন