জাতীয়

'আবরার হত্যাকাণ্ডের চার্জশিট নভেম্বরে'

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ১২:০৭:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নভেম্বরেই আবরার হত্যাকাণ্ডের চার্জশিট দেয়া হবে বলে জানিয়েছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। মনিরুল ইসলাম জানান, আবরার হত্যাকাণ্ডে এ পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চার জন আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। তদন্তকাজ দ্রুত শেষ করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সংবাদ সম্মেলনে তিনি জানান, ঢাকায় পুলিশের উপর হামলাকারী নব্য জেএমবির দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মেহেদী হাসান তামিম ও আব্দুল্লাহ আজমির। রাজধানীতে পুলিশের ওপর যে বোমা হামলার ঘটনা ঘটে এতে তারা দুজনেই জড়িত ছিলেন বলেও জানান তিনি।

মনিরুল ইসলাম জানান, তারা দুজনেই খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ই তারা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম এর সাথে জড়িয়ে পড়েন। পুলিশের ওপর তাদের আরও হামলার পরিকল্পনা ছিল বলেও জানান তিনি।

আরও পড়ুন