বাংলাদেশ, জাতীয়, অপরাধ, শিক্ষা, আইন ও কানুন

আবরার হত্যা: মোয়াজ ও শামীমের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

রবিবার ১৩ই অক্টোবর ২০১৯ ০৫:১৯:৪২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন আরেক আসামি মুজাহিদুল ইসলাম।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় মোয়াজ আবু হুরাইরা ও শামীম বিল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রবিবার, ঢাকা মহানগর হাকিম মামুনুর রশীদ এ আদেশ দেন।

এর আগে, মোয়াজ ও শামীমকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। এসময়, রিমান্ডের বিরোধিতা করে তাদের জামিনের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। আদালত শুনানি শেষে প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ১১ই অক্টোবর, শুক্রবার সাতক্ষীরা জেলার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে শামীম বিল্লাহকে গ্রেপ্তার করে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের একটি দল। আর, ১২ই অক্টোবর, শনিবার সকাল ১১টার দিকে ঢাকার উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে মোয়াজকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, এই মামলায় গ্রেপ্তার ৯ নম্বর আসামি মুজাহিদুল ইসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। গত ৭ই অক্টোবর, মুজাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন