বাংলাদেশ, জাতীয়, অপরাধ, রাজধানী

আবরার হত্যা: ২৬ শিক্ষার্থী স্থায়ী বহিষ্কার

মিথুন বিশ্বাস

ডিবিসি নিউজ

শুক্রবার ২২শে নভেম্বর ২০১৯ ০১:৪৫:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আবরার ফাহাদ হত্যার ঘটনায় ২৬ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে বুয়েট কর্তৃপক্ষ।

এদের মধ্যে ২৫জন আবরার হত্যার চার্জশিটভুক্ত আসামি।  আরেকজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে বুয়েটের নিজস্ব তদন্তের মাধ্যমে।   

বৃহষ্পতিবার দিবাগত রাতে বুয়েট ছাত্রকল্যাণ পরিচালক মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।  পর্যায়ক্রমে রেগিংয়ে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।  

স্থায়ী বহিস্কৃত ২৫ জন হলেন, মেহেদী হাসান রাসেল, মুহতাসিম ফুয়াদ, অনিক সরকার, মেহেদী হাসান রবিন, ইফতি মোশররফ সকাল, মনিরুজ্জামান মনির, মেফতাহুল ইসলাম জিয়ন, অমিত সাহা, মাজেদুল ইসলাম, মুজাহিদুর রহমান, তাবাখারুল ইসলাম তানভীর, হোসেন মোহাম্মদ তোহা, মো. জিসান, আকাশ হোসেন, শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, এহতেশামুল রাব্বি তানিম, মো. মোর্শেদ, মোয়াজ আবু হুরায়রা, মুনতাসির আল জেমি, মিজানুর রহমান, শামসুল আরেফিন রাফাত, ইশতিয়াক আহমেদ মুন্না, মুজতবা রাফিদ এবং এস এম মাহমুদ সেতু।  

এর আগে, সোমবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম কায়সারুল ইসলাম মামলার অভিযোগপত্র গ্রহণ করে।  সেই সঙ্গে পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।  পাশাপাশি গ্রেপ্তার-সংক্রান্ত প্রতিবেদন আগামী ৩রা ডিসেম্বর আদালতে উপস্থাপনের কথা বলা হয়েছে।  

আরও পড়ুন