জেলার সংবাদ, কৃষি

আবারও সুদিন ফিরছে পোল্ট্রি শিল্পে

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

শনিবার ৭ই ডিসেম্বর ২০১৯ ০৯:৪৪:০৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সিরাজগঞ্জে পোল্ট্রি শিল্পে আবারও সুদিন ফিরতে শুরু করেছে। বন্ধ খামার চালু হবার পাশাপাশি নতুন নতুন খামার তৈরি হচ্ছে। সেই সঙ্গে, সুযোগ হচ্ছে প্রান্তিক মানুষজনের কর্মসংস্থানের।

এক সময় সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শিয়ালকোলের গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই ছিলো ছোট বড় পোল্ট্রি খামার। এলাকার বেকার যুবকরা এই খামারকে ঘিরেই স্বপ্ন দেখতে শুরু করেছিলো। কিন্তু, নানা কারণে ব্যাপক ধস নামে এই শিল্পে। বন্ধ হয়ে যায় বেশিরভাগ খামার।

তবে, ডিম ও মুরগির বাজার দর ভালো হওয়ায় আবার ঘুরে দাঁড়াচ্ছে এ শিল্প। ব্যস্ততা ফিরে এসেছে খামারিদের মধ্যে। খামারিরা জানান, পোল্ট্রি শিল্পের বর্তমান অবস্থা অনুকূলে বলে নতুন নতুন খামার তৈরি হচ্ছে।

এদিকে, পোল্ট্রি শিল্পের উন্নয়ন ও প্রসারে নানা উদ্যোগ নিয়ে কাজ করছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।

সিরাজগঞ্জ জেলায় ১৭ থেকে ১৮ হাজার পোল্ট্রি খামার রয়েছে। তবে, নিবন্ধিত খামার মাত্র ৫ হাজার।

আরও পড়ুন