আন্তর্জাতিক, আরব

আবারো ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

মো. হামিদুর রহমান

ডিবিসি নিউজ

বুধবার ১লা এপ্রিল ২০২০ ০৯:৪৪:৪৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরাইলের বিমান থেকে ছোঁড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে সিরিয়ার সামরিক বাহিনী।

সিরিয়ার মধ্যাঞ্চলীয় হোমস প্রদেশের আকাশ থেকে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, লেবাননের আকাশসীমা লঙ্ঘন করে ইহুদিবাদী ইসরাইলের বিমানগুলো সিরিয়ার হোমস প্রদেশ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। এসব ক্ষেপণাস্ত্র হোমসের আকাশে প্রবেশ করার সাথে সাথে সেগুলোকে ভূপাতিত করা হয়।

সূত্র জানায়, স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ২৫ মিনিটে ইসরাইলের কয়েকটি বিমান থেকে কিছুসংখ্যক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। তবে এ হামলায় সিরিয়ার ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা জানা যায়নি।

এর আগে, গত ৫ মার্চ ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলে আগ্রাসন চালায় কিন্তু সেসব ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেয় সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

আরও পড়ুন