অর্থনীতি

আবারো বাড়লো স্বর্ণের দাম

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বুধবার ৫ই আগস্ট ২০২০ ০৯:৪৫:০১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আবারও বাড়লো স্বর্ণের দাম। প্রতি ভরিতে বেড়েছে ৪ হাজার ৫৩২ টাকা।

বুধবার (৫ আগস্ট), বাংলাদেশ জুয়েলার্স সমিতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য ইতিহাসে সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে। এরই ধারাবাহিকতায় দেশরের বাজারেও মূল্য বৃদ্ধি করা হয়েছে।

এর ফলে, ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম হবে ৭৭ হাজার ২১৫ টাকা, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম হবে ৭৪ হাজার ৪১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম হবে ৬৫ হাজার ২৯৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম হবে ৫৪ হাজার ৯৭৬ টাকা। এছাড়া, ২১ ক্যাডমিয়াম প্রতি গ্রাম রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা।

চলতি বছরে এ নিয়ে ৬ দফায় দাম বাড়লো স্বর্ণের। নতুন মূল্য আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে কার্যকর হবে।

আরও পড়ুন