আন্তর্জাতিক, আরব

আমরা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পক্ষে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২২শে নভেম্বর ২০২০ ০৫:৫১:৪৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আবারও বলেছেন, তারা ইহুদিবদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষপাতী। সৌদি সরকার একটি স্থায়ী শান্তি চুক্তি চায় বলেও উল্লেখ করেন তিনি।

জি-২০ সম্মেলনের অবকাশে ফয়সাল বিন ফারহান বলেন, তারা সব সময় ইসরাইলের সঙ্গে সম্পর্কের পক্ষে ছিলেন এবং এখনও এই অবস্থানে অটল রয়েছেন।

এর আগেও তিনি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষে বক্তব্য রেখেছেন। গত কয়েক মাসে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদান ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। বলা হচ্ছে, সৌদি আরবের উৎসাহেই সম্পর্ক প্রতিষ্ঠায় এগিয়েছে এসব দেশ।

মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তনের বিষয়ে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনি নিশ্চিত জো বাইডেন মধ্যপ্রাচ্যের বিষয়ে ট্রাম্পের নীতি অনুসরণ করবেন। রিয়াদ-ওয়াশিংটন সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না বলে তিনি মন্তব্য করেন।

অবশ্য জো বাইডেন নির্বাচনের আগে বলেছিলেন, নির্বাচনে বিজয়ী হলে সৌদি আরবের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের ধরণে পরিবর্তন আনবেন।

আরও পড়ুন