অন্যান্য

আমাজনে আগুন লাগানোর অভিযোগে ৪ দমকলকর্মী গ্রেপ্তার

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

বুধবার ২৭শে নভেম্বর ২০১৯ ০৭:৪০:৪৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গ্রেপ্তার হওয়াদের কাছে আগুন লাগানোর ছবি ও তথ্য পাওয়া গেছে। দমকল বিভাগ ও বেসরকারি সংস্থাদের দায়ী করার পেছনে সরকারের আগ্রাসন।

ব্রাজিলের আমাজনে পরিকল্পিতভাবে আগুন লাগানোর অভিযোগে দমকল বাহিনীর ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সময় মঙ্গলবার তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের অভিযোগ, এরা দমকল বাহিনীর জন্য অর্থ সহায়তা পাওয়ার উদ্দেশ্যেই পারা প্রদেশের উত্তরাঞ্চলীয় আমাজনে আগুন লাগিয়েছে। গ্রেপ্তার চার দমকলকর্মীর কাছে আগুন লাগানোর ছবি ও তথ্য রয়েছে বলেও দাবি তাদের।

আমাজনে আগুন লাগার কারণ অনুসন্ধানে দেশটির একটি বেসরকারি সংস্থার দপ্তরেও অভিযান চালায় পুলিশ। ব্রাজিলের এক কংগ্রেস সদস্যের দাবি, আমাজনে আগুন লাগার কারণ হিসেবে দমকল বিভাগ ও বেসরকারি সংস্থাদের দায়ী করার পেছনে সরকারের আগ্রাসন কাজ করছে।

আরও পড়ুন