বিনোদন, বলিউড

আমার সন্তানরা হিন্দুও নয়, মুসলিমও নয়, ভারতীয়: শাহরুখ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ২৭শে জানুয়ারী ২০২০ ০৩:২৯:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জন্মসূত্রে শাহরুখ মুসলিম, কিন্তু তার স্ত্রী গৌরি হিন্দু। ভালবেসেই বিয়ে করেছিলেন তারা। ধর্ম কখনও তাদের প্রেমের মাঝে বাধা হয়নি। কিন্তু তাদের সন্তান কোন ধর্ম পালন করেন? আরিয়ান, সুহানা এবং আব্রামদের ধর্ম কী?

সম্প্রতি এক রিয়েলিটি শো-তে এসে শাহরুখ বলেন, 'আমার স্ত্রী হিন্দু। আমি মুসলমান। কিন্তু আমার সন্তানেরা ভারতীয়। ওদের একটাই পরিচয়।'

তাহলে স্কুল-কলেজসহ বিভিন্ন ফর্ম পৃরণের সময় ‘রিলিজিয়ন’-এর জায়গায় কী লেখেন ছেলেমেয়েরা? শাহরুখের বক্তব্য, 'ছোটবেলায় সুহানা আমায় একবার জিজ্ঞাসা করেছিল, ‘পাপা আমরা কোন ধর্মের?' আমি তাকে বলি, 'আমরা ভারতীয় সুহানা। কোনও বিশেষ ধর্মের নই। হতেও চাই না।' শাহরুখের ওই কথা শোনার পরেই দর্শকাসনে হাততালির ঝড় ওঠে।

গত বছর দীপাবলিতে পরিবারের সঙ্গে এক তিলক পরা ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়েছিলেন শাহরুখ। সে সময় তার পাশে দাঁড়িয়েছিলেন শাবানা আজমি। শাবানা বলেছিলেন, 'শুনলাম কপালে তিলক পরার জন্য নাকি অপমানিত হতে হচ্ছে শাহরুখকে। যে সমস্ত মানুষ এ সব করছেন, দয়া করে নিজের চরকায় তেল দিন। ইসলাম ধর্ম এতটাও সঙ্কীর্ণ নয় যে ভারতীয় রীতিনীতি পালন করা যাবে না। গঙ্গা, যমুনা এবং তেহজিবের মধ্যেই ভারতের সৌন্দর্য লুকিয়ে রয়েছে।'

আরও পড়ুন