আন্তর্জাতিক, আরব

আমিরাতে 'গোল্ডেন ভিসার' ক্যাটাগরি বাড়ানোর ঘোষণা

হ্যাপি মাহমুদ

ডিবিসি নিউজ

সোমবার ১৬ই নভেম্বর ২০২০ ১০:৩২:৩৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পেশাজীবী, বিশেষ ডিগ্রিধারী ছাড়াও অন্যান্য বিদেশির জন্য ‘গোল্ডেন ভিসার’ ক্যাটাগরি বাড়ানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম।

এই ভিসার মাধ্যমে দেশটিতে দশ বছর বসবাসের সুযোগ থাকলেও এবার বাড়ছে ভিসার ক্যাটগরি।

রবিবার (১৫ই নভেম্বর) এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্ট জানান, গোল্ডেন ভিসার মেয়াদ বাড়ানোর তালিকায় রয়েছেন সব ধরনের ডক্টরেট ডিগ্রিধারী, মেডিকেল চিকিৎসক এবং কম্পিউটার, ইলেকট্রনিক্স, প্রোগ্রামিং, ইলেকট্রিক্যাল ও বায়োটেকনোলোজি প্রকৌশলী।

এছাড়া আমিরাতে পড়াশোনা করছে এমন শিক্ষার্থী এবং বিশেষ কিছু বিশ্ববিদ্যালয় থেকে ৩ দশমিক ৮ বা তার ওপরে সিজিপিএ অর্জনকারীরাও রয়েছেন এই তালিকায় ১লা ডিসেম্বর থেকে দেশটিতে গোল্ডেন ভিসা সুবিধা কার্যকর হবে।

২০১৮ সালে প্রথমবারের মতো দীর্ঘমেয়াদী ভিসা পরিকল্পনার ঘোষণা দেয়ার পর ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরাত সরকার বিশেষ কিছু বিদেশি বিনিয়োগকারী, উদ্যোক্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা, বিজ্ঞানী ও কৃতী শিক্ষার্থীদেরকে ৫ থেকে ১০ বছর দেশটিতে বসবাসের সুযোগ দিয়ে পুনর্নবায়নযোগ্য ভিসা দেয়া শুরু করে।

আরও পড়ুন