বাংলাদেশ, জেলার সংবাদ, রাজধানী

আরমানিটোলায় অগ্নিকাণ্ড: নিহতের সংখ্যা বেড়ে ৫

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ২৫শে এপ্রিল ২০২১ ১২:১৪:০৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পুরান ঢাকার আরমানিটোলার হাজী মুসা ম্যানশনের অগ্নিকাণ্ডে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জনে।

আজ রবিবার সকাল সাড়ে ৭টায় শাফায়াত (৩৫) নামের আরও একজন মারা যান। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী ডাক্তার সামন্ত লাল সেন। তিনি জানান, আরমানিটোলার অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো ১৯ জন চিকিৎসাধীন। তাদের মধ্যে তিনজন আইসিইউতে আছে।

গত বৃহস্পতিবার (২২মে এপ্রিল) মধ্যরাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানশন নামে ওই ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে। 

আরও পড়ুন