ফুটবল

আর্জেন্টিনা বড় ব্যবধানে জিতলেও ড্র করেছে ব্রাজিল

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ১৪ই অক্টোবর ২০১৯ ০২:০১:০০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা এবং ব্রাজিল দু'দলের ভিন্ন রেজাল্ট।

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলের ফল দুই রকম। নাইজেরিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে সেলেসাওরা। ম্যাচের বার মিনিটেই ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। অন্যদিকে, ইকুয়েডরের সঙ্গে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা।

সিঙ্গাপুরের দ্য ন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি ব্রাজিল-নাইজেরিয়া। নেইমার-ফিরমিনো-আর্থারদের নিয়ে সেলেসাওদের পূর্ণ শক্তির স্কোয়াড। কিন্তু, ম্যাচের ১২ মিনিটেই চোটে পড়ে মাঠ ছাড়েন নেইমার। তবে, ব্রাজিল বড় ধাক্কা আরও পরে। সেলেসাও রক্ষণভাগ ভেঙে নাইজেরিয়াকে লিড এনে দেন আরিবো। সেকেন্ড হাফের শুরুতেই ম্যাচে ফেরে সমতা। আলভেজের সাজানো বলে মারকিনোয়সের হেড পোস্টে লেগে ফিরলে, রিবাউন্ড গোল করেন কাসামিরো। ম্যাচ ১-১ গোল সমতায় শেষ হয়।

এদিকে, আরেক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নামে আর্জেন্টিনা এবং ইকুয়েডর। আর্জেন্টিনা মাঠে নামলেও মেসি-আগুয়েরো-ডি মারিয়ার মতো তারকাদের কেউ নাই। এরপরেও, জার্মানির সঙ্গে ২-২ গোলে ড্র করে বেশ চনমনে আলবিসেলেস্তেরা। স্পেনের এলচেতে, শুরু থেকেই ইকুয়েডরের খেলোয়াড়দের চেপে ধরে আর্জেন্টিনা। গোল পেতেও সময় লাগেনি। আকুনার সেটআপে স্কোরার আলারিও।

প্রথম গোলের পর দ্বিতীয় গোলে কারিগরও আকুনা। এরপর আর পেছনে ফিরে তাকায়নি আর্জেন্টিনা। পারাদেসের পেনাল্টিতে ৩-০ এর লিডে বিরতিতে যায় আলবিসেলেস্তেরা.

খেলার দ্বিতীয় অর্ধের শুরুতেই একটা গোল হজম করলেও এরপর গুণে গুণে দিয়েছে আরও তিন গোল। ইকুয়েডরের ডিফেন্স নিয়ে স্রেফ ছেলেখেলায় মেতেছিলো তরুণ আর্জেন্টাইনরা। ৬-১ এর বড় জয়েই তাই মাঠ ছাড়ে লিওনেল স্কালোনির ছেলেরা।

আরও পড়ুন