সাহিত্য, অমর একুশে গ্রন্থমেলা

আলম সিদ্দিকীর রহস্য উপন্যাস 'সুখবিলাসী'

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ২৬শে মার্চ ২০২১ ১১:৩২:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জটিল সমীকরণের হিসেব মেলাতে পড়তে হবে আলম সিদ্দিকী’র রহস্যপন্যাস 'সুখবিলাসী'।

সুখের পেছনে ছুটতে ছুটতে অসুখ তৈরী করার নামই কী সুখ? তা না হলে সুখের সন্ধানে সূদুর আমেরিকায় পারি জমিয়েও কেন সুখের অসুখ হলো নাহিমের? বৈধ হয়েও কেন ডিপোর্টেশনের লেটার পেতে হয়েছিল তাকে? কিন্তু আমেরিকা থেকে ডিপোর্ট করতে পারেনি সরকার। রহস্যটা কী? কোন্ শক্তিতে আমেরিকায় থেকেছিল সে? পরীর মতো সুন্দরী তরুণীর প্রেমেও পড়েছিল নাহিম। সেটাই কি কাল হয়ে দাঁড়িয়েছিল? কেন রহস্যময় হয় তার চলাফেরা? কেনই বা অস্ত্র তুলে নেয় হাতে? এসব জটিল সমীকরণের হিসেব মেলাতে পড়তে হবে আলম সিদ্দিকী’র রহস্যপন্যাস ‘সুখবিলাসী’।

অমর একুশে বইমেলা উপলক্ষ্যে বইটি প্রকাশ করেছেন কথাপ্রকাশ। গ্রন্থমেলা ছাড়াও বইটি পাওয়া যাচ্ছে রকমারিতে।

আরও পড়ুন