বাংলাদেশ, বিশেষ প্রতিবেদন, বিজ্ঞান ও প্রযুক্তি

আলু থেকে পলিথিন 'পলকা', কাগজ থেকে গাছ 'বনকাগজ'

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৪শে আগস্ট ২০২১ ১০:৪৭:২২ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আলু থেকে পলিথিন, কাগজ থেকে গাছ। পরিবেশবান্ধব এমন কয়েকটি উদ্ভাবন নিয়ে প্রকৌশলী মাহবুব সুমনের উদ্যোগ 'শালবৃক্ষ'।

গবেষণা ও উদ্ভাবনের পাশাপাশি চলছে বিপণনও। ধীরে ধীরে সাড়া মিললেও বড় ধরনের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা ছাড়া এমন উদ্যোগ সফল করতে বেশ বেগ পেতে হবে।

যে গাছ থেকে তৈরি হয় কাগজ, সেই কাগজ থেকেই গাছ জন্মাচ্ছে। সাধারণ পদ্ধতিতে কাগজ তৈরির এক পর্যায়ে বিশেষ প্রক্রিয়ায় বিভিন্ন গাছের বীজ সংযুক্ত করে বানানো হয় কাগজের শিট।

সে কাগজ দিয়ে তৈরি হয় নোটবুক, ভিজিটিং কার্ড, আমন্ত্রণ-নিমন্ত্রণ কার্ডসহ হরেক পণ্য। এই উদ্ভাবনের নাম বনকাগজ। শালবৃক্ষ নামক একটি উদ্যোগের আওতায় এই উদ্ভাবন।

ব্যবহারের শুরু থেকে ১ বছরের মধ্যে, গাছ জন্মানোর মতো জায়গায় কাগজগুলো টুকরো করে রেখে পানি ঢেলে দিলে সেখান থেকে জন্ম নেয় গাছ।

শালবৃক্ষের আরেকটি উদ্ভাবন পলকা। পলকা অর্থ হালকা পাতলা।  আলু থেকে তৈরি প্লাস্টিক হালকা ও পাতলা বলে এই নাম।

আলুর স্টার্চের সাথে নির্দিষ্ট মাত্রার ভোজ্য-রাসায়নিক মিশিয়ে, নির্দিষ্ট তাপে জ্বাল দেয়া। এরপর মিশ্রিত সেই উপাদান কাপড়ে বা চটে ঢেলে মাখিয়ে নিয়ে ৭ থেকে ৮ ঘণ্টা ঠাণ্ডা করার পর সেলাই করলেই তা পলিথিনের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।

মিশ্রিত এই উপাদানকে পরিবেশবান্ধব বায়োপ্লাস্টিক কিংবা পচনশীল প্লাস্টিকে পরিণত করাই এই উদ্ভাবকের লক্ষ্য।

আরও পড়ুন