আন্তর্জাতিক, ভারত

আসছেন ট্রাম্প, প্রস্তুত ভারত

ময়ূখ

ডিবিসি নিউজ

সোমবার ২৪শে ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪৮:৩১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে তার সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, কন্যা ইভানকা ও জামাতা জ্যারেড কুশনার।

গুজরাটের আহমেদাবাদ, আগ্রা ও নয়াদিল্লি যাবেন মার্কিন প্রেসিডেন্ট। আহমেদাবাদ পৌঁছে প্রথমেই সবরমতি আশ্রমে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরদার প্যাটেল ক্রিকেট স্টেডিয়ামে 'নমস্তে ট্রাম্প' সমাবেশে যোগ দেবেন তিনি।

সফরে তাজমহল পরিদর্শন করবেন মার্কিন প্রেসিডেন্ট। মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ট্রাম্প।

মার্কিন দূতাবাসে শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে গোলটেবিল বৈঠক শেষে মঙ্গলবার রাত ১০টায় ট্রাম্পের নয়াদিল্লি ত্যাগ করার কথা রয়েছে ট্রাম্পের। 

সফরে ভারতের নাগরিকত্ব আইন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট কথা বলতে পারেন, এমন খবরে অস্বস্তি রয়েছে নয়াদিল্লিতে। এদিকে, ট্রাম্পের সফরের দিন খুলে দেয়া হচ্ছে অবরুদ্ধ কাশ্মীরের সব স্কুল। 

গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে 'হাউডি মোদী' জনসভায় তাকে সংবর্ধনা জানান ৫০ হাজারের বেশি ভারতীয় বংশোদ্ভূত মার্কিনী।  

আরও পড়ুন