স্বাস্থ্য

আসন্ন শীতে করোনায় মৃত্যু ঠেকাতে ফ্লু ভ্যাকসিন নেয়ার পরামর্শ

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে সেপ্টেম্বর ২০২০ ০৯:৩৩:৫৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শীতে করোনার ভয়াবহতা বা দ্বিতীয় ধাপের সংক্রমণ থেকে বাঁচতে সবাইকে অবিলম্বে ফ্লু ভ্যাকসিন নেয়ার পরামর্শ।

করোনায় ভয়াবহতা বাঁচতে বিশেষ করে বয়স্কদের অবশ্যই ফ্লু ভ্যাকসিন নেয়ার পরামর্শ দিয়েছেন বিশ্বখ্যাত অণুজীব বিজ্ঞানী ড. বিজন কুমার শীল। তিনি বলেন, করোনার ভ্যাকসিন আসতে যেহেতু দেরি হচ্ছে, তাই শীতের আগেই ফ্লু ভ্যাকসিন নিয়ে মৃত্যুঝুঁকি কমানো উচিত।

সিঙ্গাপুর ও চীনে সার্স মোকাবিলার দীর্ঘ অভিজ্ঞতা এবং সিঙ্গাপুর, আমেরিকায় ফ্লুর অণুবীজ এবং মানুষের ইমিনিটি বৃদ্ধির শিক্ষক হিসেবে ড. বিজন যে কোনো ধরনের ফ্লু বিষয়ে একজন পৃথিবী খ্যাত বিজ্ঞানী। করোনার প্রথম জেনারেশন সার্সও সব ধরনের ফ্লু সম্পর্কে পৃথিবীর অন্যতম বিশেষজ্ঞ। সেই অভিজ্ঞতা ও গত কয়েক মাসের করোনা বা সার্স-২ নিয়ে করা গবেষণা থেকে ড. বিজন কুমার শীল জানাচ্ছেন, এই মুহূর্তে ফ্লু ভ্যাকসিন নিলে আগামী শীতে করোনায় আক্রান্ত হলেও মৃত্যুঝুঁকি কমে যাবে।

তিনি মনে করেন, সম্ভব হলে সবাই আর বিশেষ করে পঞ্চাশোর্ধ্বদের অবশ্যই ফ্লু ভ্যাকসিন নেয়া উচিত। কারণ, করোনা ভ্যাকসিন আসতে এখনো দেরি আছে। তাই ফ্লু ভ্যাকসিন নেয়া থাকলে করোনায় আক্রান্ত হলেও সেটা জটিল আকার ধারণ করবে না। তাতে মৃত্যুর ঝুঁকি কমে যাবে।

আরও পড়ুন