খেলাধুলা, অন্যান্য খেলা

আসর ভাঙলো ১৩তম এসএ গেমসের

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১০ই ডিসেম্বর ২০১৯ ১০:০৮:২১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পর্দা নামল ১৩তম সাউথ এশিয়ান গেমসের। ২০১৯ সাউথ এশিয়ান গেমসে মোট ১৯টি স্বর্ণ পদক জিতে অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে বাংলাদেশের অ্যাথলেটরা।

গত ১ ডিসেম্বর থেকে নেপালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এসএ গেমসের এবারের আসর।  কাঠমান্ডু ও পোখারায় অনুষ্ঠিত হয় ২৭টি ক্রীড়া ডিসিপ্লিনের মোট ৩০৮টি ইভেন্ট।

এসব ইভেন্টে মোট ১৯ স্বর্ণের সাথে ৩২ রৌপ্য ও ৮৫ ব্রোঞ্জ নিয়ে মোট ১৩৬ পদক পেয়ে পদক তালিকায় এবার পঞ্চম হয়েছে বাংলাদেশ। ১৬৪ স্বর্ণসহ মোট ২৯৯টি পদক নিয়ে যথা রীতি এবারও শীর্ষে থেকে আসর শেষ করেছে ভারত।

এবার আর্চারি থেকে এসেছে বাংলাদেশের সবচেয়ে বড় সাফল্যা।  আর্চারির মোট ১০টি ইভেন্টে অংশ নিয়ে সবকটিতেই স্বর্ণ জিতেছে রোমান সানারা।

গোল্ড মেডেল এসেছে নারী ও পুরুষ ক্রিকেট, ফেন্সিং এবং কারাতে থেকেও।

তবে হতাশ করেছে ফুটবল আর শ্যুটিং দল।

উদ্বোধনী অনুষ্ঠানের মতো মঙ্গলবার সমাপনীও হয়েছে অ্যাথলেটদের মার্চপাস্টের মধ্যে নিয়ে। স্থানীয় শিল্পীরা পরিবেশনা করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। এসএ গেমসের পরের আসর ২০২২ অনুষ্ঠিত হবে যৌথভাবে শ্রীলঙ্কা ও মালদ্বীপে।

আরও পড়ুন