ভারত

আসামে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ

শামীম আহমেদ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১২ই ডিসেম্বর ২০১৯ ০৯:৪৫:৩৫ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাসের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়েছে আসাম।

বুধবার গুয়াহাটি, দিবরুগড়, জরহাট, গোলাহাট, তিনসুকিয়া, শিবসাগর, বনগাইগাঁও, নাগাঁও, সনিতপুরসহ বেশ কয়েকটি জেলায় ব্যাপক বিক্ষোভ হয়।

রাজ্যসভায় বিলটি নিয়ে বিতর্ক চলার সময়ই সড়কে নেমে প্রতিবাদ জানাতে শুরু করে হাজারো মানুষ। বিল পাসের পর বিক্ষোভ আরও জোরদার হয়। বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা।

এসময়, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয় এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার গ্যাস ছোঁড়ে এবং লাঠি চার্জ করে। এ সময় অনেকেই আহত হয়।

ভারতীয় গণমাধ্যম জানায়, কয়েকশ বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। রাজ্যের গুয়াহাটি ও দিবরুগড় জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি এবং দশ জেলায় মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়েছে। এছাড়া, গুয়াহাটিতে দেড়শ সেনা মোতায়েন করেছে রাজ্য সরকার।

আরও পড়ুন