জাতীয়, অর্থনীতি

আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন কাল

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে নভেম্বর ২০২১ ০৪:২৮:৫৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুরুতে ভিড় না থাকলেও রিটার্ন জমা দেয়ার শেষ দিকে এসে ভিড় করছেন করদাতারা। করদাতাদের সুবিধার্থে বাড়ানো হয়েছে বুথ।

সকাল থেকে রাজধানীর কর অঞ্চল অফিসগুলোতে বেড়েছে করদাতাদের ভিড়। কর কর্মকর্তারা জানিয়েছেন, মাসের শুরুতে রিটার্ন জমার ভিড় না থাকলেও গত বৃহস্পতিবার থেকে ভিড় বাড়ছে। শেষ সময়ে বাড়তি চাপের কথা বিবেচনায় নিয়ে বাড়ানো হয়েছে বুথ।

এদিকে, যারা রিটার্ন জমা দিতে ব্যর্থ হবেন, তারা সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। পরে জরিমানা দিয়ে কর পরিশোধ ও রিটার্ন জমা দেয়ার সুযোগ পাবেন তারা। করদাতারা বলছেন, রাষ্ট্রের উন্নয়নে অংশ নিতে খুশি মনেই কর দিচ্ছেন নাগরিকরা।

এর আগে, রাজধানীসহ দেশজুড়ে কর মেলার আয়োজন করলেও করোনার কারণে গেল বছর থেকে তা বন্ধ রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড। তবে বিভিন্ন কর অঞ্চলের কার্যালয়ে আয়োজন করা হয় মাসব্যাপী করসেবা।

আরও পড়ুন