জাতীয়

আয়কর রিটার্ন জমা দেয়ার সময় বাড়ল এক মাস

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৩০শে নভেম্বর ২০২১ ০৮:১৪:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আয়কর রিটার্ন জমা দেয়ার সময় ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার ছিল আয়কর রিটার্ন জমা দেয়ার শেষ দিন।

মঙ্গলবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ দপ্তর এ ঘোষণা দেয়। পূর্ব ঘোষণা অনুযায়ী, শেষ দিন হওয়ায় সকাল থেকে রাজধানীর কর অঞ্চল অফিসগুলোতে ছিল প্রচণ্ড ভিড়। মাসব্যাপী চলা এ কার্যক্রম আরও কয়েক সপ্তাহ বাড়ানোর দাবির মুখেই সময় বাড়ানো হলো।

কর কর্মকর্তারা জানিয়েছেন, শেষ দিনের ভিড় সামাল দিতে নেয়া হয় বাড়তি প্রস্তুতি। বাড়ানো হয় বুথ। ১লা নভেম্বর থেকে আঞ্চলিক অফিসগুলোতে রিটার্ন জমার নেয়ার এ কার্যক্রম শুরু হলেও, গত বৃহস্পতিবার থেকে বাড়তে থাকে করদাতাদের চাপ। শেষ দিনে রিটার্ন জমা দিতে ব্যর্থ হলেও পরে জরিমানা দিয়ে কর পরিশোধ ও রিটার্ন জমা দেয়ার সুযোগ থাকবে।

এর আগে, রাজধানীসহ দেশজুড়ে কর মেলার আয়োজন করলেও, করোনার কারণে গেল বছর থেকে তা বন্ধ রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড।

আরও পড়ুন