ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগে আরো চারজনের করোনা শনাক্ত

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৮শে মে ২০২০ ১০:০৯:৪৩ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইপিএলে দলীয় অনুশীলন শুরু করতে চায় ক্লাবগুলো।

দলগতভাবে অনুশীলন শুরু করতে চায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। তবে লিগে নতুন আরো চারজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের সবাইকে পাঠানো হয়েছে আইসোলেশনে।

ইপিএলে করোনা টেস্টের তৃতীয় রাউন্ডে মোট ১ হাজার ৮ জনের পরীক্ষা করা হয়। সপ্তাহে দুইদিন ক্লাবগুলোতে এই পরীক্ষা হচ্ছে। চতুর্থ ধাপে প্রতি ক্লাবের ৬০ জনের পরীক্ষা করা হবে। এমন পরিস্থিতিতেও অবশ্য প্রজেক্ট রিস্টার্টের আওতায় দ্বিতীয় ধাপে দলীয় অনুশীলন শুরু করতে চায় ক্লাবগুলো।

করোনা মহামারীর কারণে মার্চের ১৩ তারিখ থেকে স্থগিত ইপিএল। গত সপ্তাহ থেকে একক অনুশীলন শুরু করতে পেয়েছে ইংল্যান্ডের ক্লাবগুলো। ইপিএলে এখনো বাকি আছে ৯২টি ম্যাচ।

আরও পড়ুন