রাজনীতি, বিশেষ প্রতিবেদন

ইউপি নির্বাচনে মনোনয়ন প্রতিযোগিতায় রয়েছেন নারী প্রার্থীরাও

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২০শে অক্টোবর ২০২১ ০৯:২৯:৫৭ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

তৃতীয় ধাপের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন- এবার পুরুষদের পাশাপাশি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাচ্ছেন উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীও।

তৃতীয় ধাপের ৯টি পৌরসভা ও ১০০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ চলছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন  মনোনয়রন প্রত্যাশীরা।

এসেছেন অনেক নারী প্রার্থী। তারা বলছেন এলাকার মানুষ পরিবর্তন দেখতে চান। এজন্য তারা প্রার্থী হতে চান।

তবে তৃণমুল থেকে পাঠানো রেজুলেশন বা সম্ভাব্য প্রার্থীদের তালিকায় স্থান পেতে নারী হিসেবে বেগ পেতে হয়েছে বলে নারী প্রার্থীরা জানান। ডিবিসি নিউজকে জানান তৃণমূল থেকে তাদের নাম পাঠানোর ক্ষেত্রে পোহাতে হয় ভোগান্তি।

এক নারী প্রার্থী জানান, 'আমাকে নারী প্রার্থী হিসেবে বেশ বেগ পেতে হয়েছে। মনোনয়ন না দেবার পক্ষে ছিলেন সকল পুরুষ। ২০১৬ সালে নৌকা পেয়েছিলাম। প্রধানমন্ত্রী আমাকে দিয়েছিলেন। কিন্তু দলের অভ্যন্তরীণ কোন্দলে আমি বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজিত হই।'

আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতারা বলছেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী সবসময় চান, তৃণমুলে নারীদের ক্ষমতায়ন।

আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী দেখলেই নমিনেশন দিতে চান। সেক্ষেত্রে নারী নেতৃত্বে যারা এসেছেন তাদের প্রায় প্রত্যেককেই মনোনয়ন দেয়া হয়েছে।'

দ্বিতীয় ধাপের নির্বাচনে ৮৪৮টি ইউনিয়ন পরিষদে ১১ জন নারী মনোনয়ন পেয়েছিলেন। আজ বুধবার শেষ হবে মনোনয়ন ফরম বিতরণ।   

আরও পড়ুন