আন্তর্জাতিক, আমেরিকা, ইউরোপ

ইউরোপ ও যুক্তরাষ্ট্রে ছড়িয়েছে নতুন করোনাভাইরাস

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ৩রা জুলাই ২০২০ ০৭:৩৫:৫৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউরোপ থেকে আসা নতুন এক ধরনের করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

নতুন এই ভাইরাসটির সংক্রমণের ঝুঁকি আগের ভাইরাসটির চেয়ে ৩ থেকে ৯ গুণ বেশি। নতুন করোনাভাইরাসে আক্রান্ত রোগীরা বেশি অসুস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়নি। 

বিশ্বের বিভিন্ন দেশে করোনার জিনোম সিকোয়েন্স নিয়ে গবেষণার পর এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক গবেষকদের একটি দল। সেল নামে একটি জার্নালে তাদের গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।

গবেষকরা জানান, মানুষ, প্রাণী এবং ল্যাব ডিশে পরীক্ষা করে দেখা গেছে পরিবর্তিত এই করোনাভাইরাসটি ইউরোপ ও যুক্তরাষ্ট্রে এতটাই ছড়িয়েছে যে পুরোনো করোনাভাইরাসের অস্তিত্ব এখন নেই বললেই চলে। এটি শ্বাসনালী, নাক, সাইনাস এবং গলায় খুব দ্রুত বংশবৃদ্ধি করতে পারে।

যে কারণে এটি খুব দ্রুতই সংক্রমিত হয়। নতুন এই ভাইরাসের আকৃতিও কিছুটা ভিন্ন। ফলে একে ঠেকাতে আলাদা ভ্যাকসিন তৈরি করতে হবে কি-না তা যাচাই করছেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন