বাংলাদেশ, জাতীয়, জেলার সংবাদ, রাজধানী, বিজ্ঞান ও প্রযুক্তি

'ইজতেমার নিরাপত্তায় সামাজিক যোগাযোগ মাধ্যমও নজরদারিতে'

কাজী শাহরিন হক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৯ই জানুয়ারী ২০২০ ০২:০৩:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইজতেমা নিয়ে নিরাপত্তা চ্যালেঞ্জ থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমও নজরদারিতে থাকবে- এমনটি জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এছাড়া স্থল, জল ও আকাশে র‌্যাবের টহল টিম থাকবে।

বৃহস্পতিবার সকালে বিশ্ব ইজতেমার নিরাপত্তা প্রস্তুতি নিয়ে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

তিনি বলেন, "কন্টিনিউয়াসলি আমরা আমাদের সকল গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে যাচ্ছি, যাতে করে কোথাও কোনো ধরনের ঝুঁকি প্রতীয়মান হলে সঙ্গে সঙ্গে সেটাকে আমরা মোকাবেলা করতে পারি। এবং এটি কন্টিনিউয়াসলি আমরা করতে থাকব। আমরা সোশ্যাল মিডিয়াও মনিটরিং করছি।"

আরও পড়ুন