জেলার সংবাদ

ইঞ্জিন বিকল হয়ে ডুবলো পাথরবোঝাই বাল্কহেড

চট্টগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ৩০শে এপ্রিল ২০২১ ০১:১০:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ডুবে গেছে এমভি পিংক নামে পাথরবোঝাই একটি বাল্কহেড।

শুক্রবার (৩০ এপ্রিল) সকালে, পতেঙ্গা লাইটহাউস থেকে ২ নটিক্যাল মাইল দূরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাল্কহেডের পাঁচ নাবিককে উদ্ধার করেছে কোস্টগার্ড।

জানা যায়, বাল্কহেডটি চট্টগ্রামের কর্ণফুলী নদীর নতুন ব্রিজ এলাকা থেকে পাথরবোঝাই করে ভাসানচরের উদ্দেশে রওনা দিয়েছিলো। চলন্ত অবস্থায় বাল্কহেডটির ইঞ্জিন বিকল হলে পাশে থাকা একটি মার্চেন্ট শিপের চেইন ক্যাবলের সঙ্গে ধাক্কা লেগে সেটি ডুবে যায়।

খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল নাবিকদের উদ্ধার করে। দুর্ঘটনার কারণে বন্দর চ্যানেলে জাহাজ চলাচলে কোন সমস্যা হচ্ছে না বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

আরও পড়ুন