প্রবাস

ইতালিতে ঈদুল ফিতর উদযাপন

ময়ূখ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই মে ২০২১ ০৮:২৬:৫১ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইউরোপের প্রথম করোনায় আক্রান্ত দেশ ইতালিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখেই আজ ঈদ উল ফিতর উদযাপন হয়েছে।

দেশটির রাজধানী রোমের পিয়াচ্ছা ভিক্টোরিয়ার জাতীয় ঈদগাহ মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসলিমরা ঈদের নামাজ আদায় করেন।

দেশটিতে এখনো জনসমাগম নিষিদ্ধ, শুধুমাত্র ঈদের নামাজ এর জন্যে স্থানীয় প্রশাসন স্বাস্থ্যবিধি মেনে চলার শর্ত সাপেক্ষে জামাতের অনুমতি দিয়েছে। 

জামাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর এরফানুল হক। তিনি করোনাকালীন এই সময়ে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের জনসেবা মূলক কাজের প্রশংসা করেন এবং দেশের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। 

আরও পড়ুন