আন্তর্জাতিক

ইতালি থেকে করোনাভাইরাস ইউরোপ, লাতিন আমেরিকা ও আফ্রিকায়

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে ফেব্রুয়ারি ২০২০ ০৭:৫৯:১০ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা ভাইরাসের সংক্রমণ ইতালি থেকে এবার ছড়িয়ে পড়েছে ইউরোপের বিভিন্ন দেশে। সেখান থেকে ছড়িয়েছে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকাতেও।

এদিকে, প্রথম করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করার কথা নিশ্চিত করেছে ব্রাজিল ও পাকিস্তান।

ইতালিতে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০০ জনে।

এদিকে, চীনে নতুন করে ৫২ জনসহ মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২,৭১৫ জন। বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে প্রায় ৮১ হাজার।

ইউরোপের অস্ট্রিয়া, রোমানিয়া, ক্রোয়েশিয়া ও সুইজারল্যান্ডে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এদের সবাই আক্রান্ত হয়েছে ইতালি থেকে। সৌদি আরব এরই মধ্যে ইতালি ও জাপানে ভ্রমণ না করতে নাগরিকদের পরামর্শ দিয়েছে।

এদিকে, ইরানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।  মধ্যপ্রাচ্যের ৯টি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।  দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে।

আরও পড়ুন