বাংলাদেশ, জাতীয়

ইন্ডিপেনডেন্ট টিভির কর্মী করোনায় আক্রান্ত, কোয়ারেন্টিনে ৪৭ জন

ময়ূখ

ডিবিসি নিউজ

শুক্রবার ৩রা এপ্রিল ২০২০ ০৭:০২:৩৫ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের একজন কর্মী। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আক্রান্তের ব্যক্তির সংস্পর্শে আসায় ওই টেলিভিশনের ৪৭ জনকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। শুক্রবার বিকালে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক এম শামসুর রহমান নিজের ফেসবুক টাইমলাইনে এ তথ্য জানান।

তবে আক্রান্ত কর্মী দ্রুত সুস্থ হয়ে উঠছেন জানিয়ে এম শামসুর রহমান বলেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের যে সহকর্মী আক্রান্ত হয়েছেন তিনি গত ২৬ মার্চ শেষ অফিস করেছেন। ওই রাতে তিনি মোবাইলফোনে নিজের উপসর্গের কথা অফিসকে অবহিত করেন। এরপর থেকে তিনি নিজ থেকেই কোয়ারেন্টিনে ছিলেন। পরে পরীক্ষা করে উনি ‘কোভিড ১৯’ এ আক্রান্ত বলে শনাক্ত হন।

টেলিভিশনটির ওই কর্মকর্তা আরও জানান, ওই কর্মীর সংস্পর্শে আসা টেলিভিশনের ৪৭ জন কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত অন্য কোনো সহকর্মীর আক্রান্ত হওয়ার কোনো উপসর্গ দেখা দেয়নি।

এসময় তিনি সকল সংবাদ কর্মীদের সরকারি নির্দেশনা মেনে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান।

আজ শুক্রবার বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন আরও ৫ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা হলো ৬১ জন। তবে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় কোনো মৃত্যু হয়নি। দেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৬। 

আরও পড়ুন