বিনোদন, সংস্কৃতি

ইন্দিরা গান্ধী সাংস্কৃতি কেন্দ্রে 'মাল্‌হার সন্ধ্যা'

Kamrul Islam Rubel

ডিবিসি নিউজ

শুক্রবার ৩০শে জুলাই ২০২১ ০৫:৪৩:০২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে 'মাল্হার সন্ধ্যা' নামক শাস্ত্রীয় সংগীতের উপর একটি অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে।

'মাল্হার' অনুষ্ঠানটি মূলত বৃষ্টিকে আমন্ত্রণের জন্য করা হয়ে থাকে। ভারত ও বাংলাদেশের বিখ্যাত শিল্পীগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 

বাংলাদেশ থেকে প্রখ্যাত শাস্ত্রীয় কণ্ঠশিল্পী পন্ডিত স্বর্ণময় চক্রবর্তী রাগ মেঘ মাল্হারের উপর একটি অপূর্ব উপস্থাপনা করেছেন। ভারত থেকে বিশিষ্ট বংশীবাদক কিরণ কুমার শর্মা বাঁশির সুরে রাগ মিয়াঁন কি মাল্হারের একটি সুন্দর রচনা পরিবেশন করবেন। এছাড়াও বিশিষ্ট সরোদ বাদক রাজরূপা চৌধুরী তার সরোদে রাগ মিয়াঁন কি মাল্হার উপস্থাপনার পর মীরাবাই কি মাল্হারের উপর একটি সুন্দর ছোট রচনা উপস্থাপন করবেন।

পুরো অনুষ্ঠানটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজন করা হয়েছে। শুক্রবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠানটি www.facebook.com/IndiraGandhiCulturalCente/ উপভোগ করা যাবে।

আরও পড়ুন